আন্তর্জাতিককরোনাজাতীয়

প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারির মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুইদিন আগে আসা ওই চিঠি প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে বলে মঙ্গলবার (২৮ এপ্রিল) সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবেলার পদ্ধতিকে উদাহারণযোগ্য বলে মন্তব্য করেছেন দাবি করে এ কে আব্দুল মোমেন বলেন, ‘সোমবার (২৭ এপ্রিল) আমি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর (মাইক পম্পেও) কাছ থেকে চিঠি পেয়েছি। খুব সুন্দর চিঠি। তারা আমাদের খুব প্রশংসা করেছেন।

‌‘ট্রাম্প বলেছেন, আমরা (বাংলাদেশ) যেভাবে কোভিড-১৯ মোকাবিলা করছি সেটা উদাহারণযোগ্য। আমাদের ধন্যবাদ দিয়ে বলেছেন, তারা আমাদের সঙ্গে এ বিষয়ে কাজ করবেন। আর বরাবরের মতো রোহিঙ্গা বিষয়ে উল্লেখ করে বলেছেন তারা ৬৮ কোটি ডলার দিয়েছে এবং আরও দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ক্ষণজন্মা নেতা হিসেবে উল্লেখ করেছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী তিনি। তিনি বলেন, ‘চিঠিতে ট্রাম্প বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন সম্পর্কে লিখতে গিয়ে (ডোনাল্ড ট্রাম্প) বলেছেন, তার মতো নেতা পৃথিবীতে খুব কম দেখা যায়।’

কবে চিঠি এসেছে জানতে চাইলে তিনি বলেন, ‘দুইদিন আগে পাঠিয়ে দিয়েছি। প্রধানমন্ত্রীর ফিরতি চিঠির একটি নমুনাও পাঠিয়ে দিয়েছি।’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র অত্যন্ত ভালো বন্ধু মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাস মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করবো।’

Related Articles

Leave a Reply

Back to top button