বিনোদনসাহিত্য ও বিনোদন

খোলা পিঠে কি লিখেছিলেন মনামী!

এবার ভিন্নধর্মী পোশাকে নজর কাড়লেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ মার্চ ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে একটি সাদার ওপর লাল সুতোর নকশি কাঁথা ডিজাইনের স্লিভলেস গাউন পরেছিলেন মনামী ঘোষ। পিঠ ছিল সম্পূর্ণ উন্মুক্ত। তবে গাউনের পিঠে নেট দেওয়া ছিল। আর সেখানেই লেখা ছিল বাংলার বিখ্যাত নকশি কাঁথা স্টিচের একটি পদ্য।

মনামীর পিঠে লেখা ছিল, অস্ফুট সেই না বলা কথা / মনের আবেগের হারানো ব্যথা/ আঁকে আর লিখে শোক গাঁথা / কত স্বপ্ন দিয়ে বোনে, নকশি কাঁথা।

এর সঙ্গে তিনি হাতে একটি বটুয়া ব্যাগ নিয়েছিলেন। আর চুলটাকে লাল ফিতে দিয়ে পুরোনো দিনের স্কুল গার্লের মতো বেঁধে রেখেছিলেন। আর এই পুরো আইডিয়াটা মনামী ঘোষের নিজেরই।

মনামী ঘোষ ইতোমধ্যে বেশ কয়েকটি নাটক ও সিনেমায় কাজ করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। শুধু অভিনয় নয়, নাচেও বেশ পারদর্শী এই অভিনেত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button