শিক্ষা

আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক ‘ফিউচার ভয়েসেস ফেস-অব ২০২৪’ শুরু

বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর মাঝে বুদ্ধিবৃত্তিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আজ বিকেলে ইএমকে সেন্টার মিলনায়তনে উদ্বোধন হলো ‘ফিউচার ভয়েসেস ফেস-অব ২০২৪’ শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ)-এর সঙ্গে অংশীদারিত্বে ঢাকাস্থ ইএমকে সেন্টার আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেবে সারা দেশের শীর্ষস্থানীয় ৩২টি বিশ্ববিদ্যালয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সাবেক বিডিএফ সভাপতি ডা. আবদুন নূর তুষার, বিডিএফ’র বর্তমান সভাপতি প্লাবন গঙ্গোপাধ্যায়। সঞ্চালনা করেন বিডিএফের সাধারণ সম্পাদক জিহাদ আল মেহেদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএমকে সেন্টারের প্রজেক্ট লিড স্বরুপা হক। এছাড়া বক্তব্য রাখেন ইএমকে সেন্টারের ইমার্জিং লিডার সায়মা আফসানা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক বিতার্কিকবৃন্দ মুখর করে তোলেন এ আয়োজন।

নেতৃত্বের গুণাবলী বিকাশ, বুদ্ধিবৃত্তিক চর্চা ও দক্ষতা বৃদ্ধির জন্য তরুণদের যুক্তিচর্চায় সম্পৃক্ত করার ওপর জোরারোপ করে ডা. আবদুন নূর তুষার বলেন, ‘বিতর্ক যখন কাউকে তৈরি করে, তখন মুখে, কথায়, আচরণে, চর্চায় এমনভাবে তৈরি করে যা আর সবার চেয়ে ইতিবাচক অর্থে অন্যরকম হয়ে ওঠে। বিতর্ক মানুষকে সম্মান করতে শেখায়। বিতর্ক হার না মানার মানসিকতা তৈরি করে। বিতর্ক মানুষকে অসাধারণ করে তোলে।’

পরিবেশগত নানান সমস্যা মোকাবেলা ও পরিবেশ বাঁচানোর বৈশ্বিক আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করতে আয়োজকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। এ প্রসঙ্গে বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি প্লাবন গঙ্গোপাধ্যায় জানান, ‘পৃথিবীতে জানতে চাওয়ার আগ্রহ সবচাইতে বেশি থাকে বিতার্কিকদের। গায়ের জোরের বদলে যখন যুক্তির জোর বেশি থাকে তখন সমাজটা আরো সহিষ্ণু হয়, সুন্দর হয়।’

সভাপতির বক্তব্যে স্বরুপা হক বলেন, ‘একজন মানুষের শিশুকাল থেকেই বিতর্ক চর্চা করা উচিত। এটি তাদের বড় হওয়ার পর একজন যোগ্যতা নির্ভর মানুষ হিসেবে গড়ে তোলে।’

অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে আয়োজিত হতে যাওয়া এই বিতর্ক প্রতিযোগিতার ম্যাচ-আপ ঘোষণা করা হয়। আগামী ৭ জুন শুক্রবার দিনভর প্রাথমিক প্রতিযোগিতার পর ৮ জুন ইএমকে সেন্টার মিলনায়তনেই আয়োজিত হবে সমাপনী অনুষ্ঠান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button