জাতীয়

পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে ৩ এপ্রিল

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। পবিত্র মাসটিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবেন রোজাদাররা।

মঙ্গলবার (৮ মার্চ) সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের সময়সূচি অনুযায়ী, এবার পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ আগামী ৩ এপ্রিল। যদি ৩০ রমজান হয় তাহলে ঈদ হবে ৩ মে মঙ্গলবার।

তবে ঈদের ছুটি ৩ দিনের হলেও এবার ঈদের আগে সাপ্তাহিক ছুটি এবং মে দিবসের ছুটি থাকায় টানা ৬ দিনের ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা।

২৯ এপ্রিল শুক্রবার থেকে ৪ মে বুধবার পর্যন্ত থাকবে সরকারি ছুটি।

ফাউন্ডেশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৩ এপ্রিল প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোররাত ৪টা ২৭ মিনিট ও ইফতারির সময় ৬টা ১৯ মিনিট।

তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button