জাতীয়

কক্সবাজারে আটক যুবকই কুমিল্লার ইকবাল

কক্সবাজারে আটক হওয়া ব্যক্তিই কুমিল্লা শহরের নানুয়াদিঘির উত্তরপাড়ে পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখায় অভিযুক্ত ব্যক্তি ইকবাল হোসেন। শুক্রবার (২২ অক্টোবর) সকালে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি জানান, আমাদের টিম কক্সবাজার গিয়ে পরিচয় নিশ্চিত করেছে। আটক ব্যক্তিই কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রেখেছেন। তাকেই সিসিটিভি ফুটেজে শনাক্ত করা হয়েছে।

আটক ইকবাল কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ড সুজানগর এলাকার মাছ বিক্রেতা নূর আলমের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকারের নেতৃত্বে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের টিম কক্সবাজার গিয়ে তাকে নিয়ে কুমিল্লায় রওনা হয়েছেন। দুই ঘণ্টা মধ্যে তারা কুমিল্লায় পৌঁছতে পারে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে সৈকত এলাকায় ঘোরাফেরা করার সময় ইকবাল হোসেনকে আটক করা হয়েছে। পরে পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ভোর ৫টার দিকে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম কক্সবাজারে পৌঁছান। ভোর সাড়ে ৬টার দিকে আটক ইকবালকে কুমিল্লা জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এর পরই কুমিল্লা জেলা পুলিশের ওই টিম ইকবালকে নিয়ে কুমিল্লার পথে রওয়ানা দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button