আন্তর্জাতিক

পরিবেশবান্ধব কৃষিখাতে ২৫ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

পরিবেশের দূষণ কমাতে পরিবেশবান্ধব কৃষি উৎপাদন ও খাদ্য পণ্য প্রক্রিয়ায় বিশ্বজুড়ে ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বব্যাংক। রবিবার (৭ নভেম্বর) স্কটল্যান্ডের গ্লাসগোর স্কটিশ ইভেন্ট সেন্টারের গ্রিন জোনে জলবায়ু সম্মেলনে সংস্থাটি এই অঙ্গীকার করে।

মূলত টেকসই ও পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণের জন্যই এমন উদ্যোগ। এ ছাড়া, পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে এমন কিছু করবে না ১০০টি মেগা কোম্পানি। যেসব কোম্পানি সারা পৃথিবীতে কৃষি পণ্য সরবরাহ করে থাকে।

অঙ্গীকারের মধ্যে রয়েছে- পরিবেশবান্ধব সুপার মার্কেট গড়ে তোলা। ফ্যাশন ব্র্যান্ডগুলো তাদের উপকরণগুলো পরিবেশবান্ধব উপায়ে উৎপাদন করবে। এমনকি এসব পণ্য কিভাবে পরিবেশবান্ধব উপায়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সে ব্যবস্থা করা হবে।

কপ২৬ সম্মেলনে ১০টি নতুন দেশ এ বিষয়ে নতুন করে চুক্তি করেছে। দেশগুলো হলো: বাহরাইন, জ্যামাইকা, সেন্ট লুসিয়া, শ্রীলঙ্কা, সৌদি আরব, ভারত, কাতার, সামোয়া, টোঙ্গা, গাম্বিয়া এবং জর্জিয়া।

পরিবেশবান্ধব কৃষি উৎপাদন ও খাদ্য প্রক্রিয়ায় যেসব দেশ পরিকল্পনা নেবে তাদের এই ২৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে ঋণ দেবে বিশ্বব্যাংক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button