অর্থ বাণিজ্য

আবার বাড়লো স্বর্ণের দাম, ভড়িতে ১৭৫০ টাকা

দেশের বাজারে স্বর্ণের ভরি ১ হাজার ৭৫০ টাকা বেড়েছে। যা কার্যকর হবে বৃহস্পতিবার থেকে ।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ নতুন মূল্য তালিকা নির্ধারণ করেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) এব বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধের কারণে মার্কিন ডলারের প্রাধান্য খর্ব, তেলের দরপতন ও নানাবিধ জটিল অর্থনৈতিক সমীকরণের মাঝে গত ১৩ ও ২১ আগস্ট দুই দফায় স্বর্ণের মূল্য কমানো হলেও বর্তমানে দেশীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের মূল্যবৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রুপার মূল্য নির্ধারণ করেছে।
বৃহস্পতিবার থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৮ টাকা। প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। অলংকার তৈরিতে সোনার দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (মূসক) যোগ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button