আন্তর্জাতিক

আইভরি কোস্টে প্রবল বর্ষণ ও ভূমিধসে নিহত ১০

আইভরি কোস্টে প্রবল বর্ষণ ও ভূমিধসে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
সামরিক বাহিনীর অগ্নিনির্বাপক  ব্রিগেড জিএসপিএম জানায়, শুক্রবার পর্যন্ত গণনা করা এ সংখ্যা ছিল আংশিক।
জিএসপিএম ক্যাপ্টেন ও অপারেশন উপ-প্রধান অ্যানিসেট বাহ এএফপি’কে বলেন, ‘আইভরি কোস্টের বৃহত্তম নগরী এবং বাণিজ্যিক কেন্দ্র আবিদজানের দুই জেলা থেকে আমরা ১০ জনের মৃত্যুর খবর পেয়েছি। এদের মধ্যে ইয়োপোগনে ৯ জন এবং কোকোডি-আংরে জেলায় একজন মারা যায়।’
তিনি আরো বলেন, শিল্পাঞ্চল ইয়োপোগনে বৃহস্পতিবার ভোর তিনটায় দিকে প্রথম ভূমিধস হয়। এতে চারজন নিহত ও একজন আহত হয়।
তিনি জানান, একই এলাকায় দ্বিতীয় ভূমিধসে সাতজন আহত এবং এক শিশুসহ আরো চারজন নিহত হয়। সেখান থেকে স্বল্প দূরে অ্যাটেকুবে-মোসিকরোতে ধসে পড়া মাটির নিচ থেকে আরেকটি লাশ উদ্ধার করা হয়।
নগরীর কেন্দ্রের কাছের কোকোডিতে ‘এক ব্যক্তি বন্যার পানিতে ভেসে যায় এবং পরে স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি খুঁজে পায়।
আইভরি কোস্টে প্রতি বছর জুন ও জুলাই মাসে ভারি বৃষ্টিপাত হতে দেখা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button