জাতীয়

এইচএসসি পরীক্ষা হবে কি হবে না- জানা যাবে ২৪ সেপ্টেম্বর

করোনা ভাইরাস মহামারির জন্য স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে ও কীভাবে নেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২৪ সেপ্টেম্বর, বৈঠক ডেকেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড।

সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের অংশগ্রহণে ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে এ বৈঠক বসবে আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ২টায় । চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে কিনা- ওই দিনই এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

সভায় এইচএসসি ও সমমান পরীক্ষা ছাড়াও চলতি বছরের জেএসসি-জেডিসি পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত হওয়ায় কীভাবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে সে বিষয়েও সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেয়া হবে।

গেল ১ এপ্রিল সারা দেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে তা স্থগিত হয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button