জাতীয়

অবশেষে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তাপস

অবশেষে সাঈদ খোকনের মেয়াদ শেষ হওয়ায় দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তাপস।

নির্বাচিত হয়েও এখনও চেয়ারে বসতে পারেননি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পার হয়ে গেছে তিন মাসের বেশি সময়। কারণ, বর্তমান মেয়র সাঈদ খোকনের মেয়াদ এখনও শেষ হয়নি।

২০১৫ সালের ২৮ এপ্রিল মেয়র নির্বাচনে বিজয়ী হোন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। ওই বছরের ৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাঈদ খোকনের শপথবাক্য পাঠ করান।

ডিএসসিসির প্রথম বোর্ডসভা অনুষ্ঠিত হয় ১৭ মে, ২০১৫। এ হিসাবে আগামী ১৬ মে পর্যন্ত মেয়র হিসেবে দায়িত্ব পালনের অধিকার বর্তমান ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের রয়েছে। কাজেই এর আগে মেয়রের চেয়ারে বসার সুযোগ হয়নি তাপসের।

আগামী ১৭ মে (রবিবার) সাদামাটাভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ছোটখাট অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্থান্তর করা হবে তাপসকে। করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে বড় ধরনের কোনো জমায়েত হবে না।

গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মেয়র নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ইতিমধ্যে তিনি শপথও নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মিডিয়া কো-অর্ডিনেটর তারেক শিকদার গণমাধ্যমকে বলেন, ১৭ মে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্ব নিতে যাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button