আন্তর্জাতিক

দস্যি প্রেম! গ্যাংস্টার কালা জঠেড়ির সঙ্গে বিয়ে রিভলবার রানির

সাক্ষী ২৮০ পুলিশ

বলিউডের ধারাল চিত্রনাট্যকেও হার মানাবে। মঙ্গলবার সাতপাকে বাঁধা পড়লেন গ্যাংস্টার সন্দীপ ওরফে কালা জঠেড়ি এবং অনুরাধা চৌধুরী ওরফে ম্যাডাম মিঞ্জ ওরফে রিভলবার রানি। অন্ধকার জগতের দুই হেভিওয়েটের বিয়ে হল দিল্লির দ্বারকা এলাকার একটি ব্যাঙ্কোয়েটে। খুন-অপহরণ-ডাকাতি-তোলাবাজিতে অভিযুক্ত বর-কনের মেলবন্ধনের সাক্ষী নিকট আত্মীয়, ২৫০ জন পুলিশকর্মী। রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাবে রাজত্ব করা দুই গ্যাংস্টারের বিয়ের জন্য নজিরবিহীন নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছিল গোটা এলাকা।

কালা জঠেড়ির আইনজীবী ৫১ হাজার টাকায় ভাড়ায় দ্বারকার সেক্টর থ্রির ব্যাঙ্কোয়াট বুক করেন। এই বিয়েতে সবচেয়ে বড় বাঁধা ছিলেন কালা নিজেই। খুন-অপহরণ-ডাকাতি-তোলাবাজির মতো একাধিক মামলায় বর্তমানে জেল খাটছেন তিনি। বিয়ের জন্য দিল্লি হাই কোর্টে প্যারোলে মুক্তির আবেদন করেন। ৬ ঘণ্টা প্যারোলে মুক্তি দেয় আদালত। সেই অবসরেই প্রেমিকা রিভাল রানির সঙ্গে সামাজিক বন্ধনেও আবদ্ধ হলেন কালা।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, তাদের বিয়ের সময় ব্যাঙ্কোয়েট হলের চারপাশে কঠোর নিরাপত্তা দিয়েছে পুলিশ। সন্দ্বীপের আইনজীবী ৫১ হাজার রুপি (প্রায় ৬৭ হাজার টাকা) ব্যয় করে এটি বুকিং দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, সন্দ্বীপের কুখ্যাতি ও আগের অপরাধের কথা মাথায় রেখে পুলিশ যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পরিকল্পনাও করে রেখেছিল।

মোস্ট ওয়ান্টেড অপরাধী সন্দ্বীপকে ধরিয়ে দিতে একবার সাত লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এরপর গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় তাকে। বিয়ের জন্য দিল্লির একটি আদালত তাকে ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছেন।
 
অন্যদিকে, ‘রিভলবার রানি’ অনুরাধা চৌধুরীও বেশ কয়েকটি ফৌজদারি মামলার আসামি।

একদিকে যেমন কালা এবং রানির বিরুদ্ধ গ্যাংয়ের হামলার আশঙ্কা ছিল, তেমনই সকাল ১০টা থেকে ৪টে অবধি প্যারোলে মুক্তি পাওয়া কালা যে পালবেন না, তার নিশ্চয়তা ছিল না পুলিশের কাছে। এক সময় ডাকাতি, খুন, খুনের চেষ্টা, তোলাবাজি এবং বেআইনি অস্ত্র মামলায় অভিযুক্ত কালার মাথার দাম ছিল ৭ লক্ষ টাকা। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী বলে পরিচিত সন্দীপ এর আগে হরিয়ানা পুলিশের হেফাজত থেকে পালিয়েছিলেন। আজ অবশ্য অন্য রূপেই দেখা গেল তাঁকে। বলা যায় যিনি বিয়ে করলেন, তিনি কালা নন, বরং অনুরাধার প্রেমিক।

পাত্রী অনুরাধা চৌধুরী ওরফে ম্যাডাম মিঞ্জ ওরফে রিভলবার রানিকেও অন্য রূপেই দেখা গেল। এককালে গ্যাংস্টার আনন্দপাল সিংয়ের সঙ্গী বর্তমানে জামিনে মুক্ত। ২০২০ সাল থেকে কালার প্রেমিকা। ২০২১ সালে দিল্লি পুলিশের জালে কালার সঙ্গে জুটিতে ধরা পড়েছিলেন। সেই সময় লিভ-ইনে ছিলেন তাঁরা। উল্লেখ্য, রিভালভার রানির আরেক নাম ম্যাডাম মিঞ্জ হওয়ার কারণ তাঁর প্রথম স্বামী দীপক মিঞ্জ। যাঁর সঙ্গে ২০০৭ সালে বিয়ে হয়, বিয়ে ভাঙে ২০১৩ সালে। কেউ কেউ বলেন, ব্যবসার পার্টনার কোটি টাকা প্রতারণা করার পরেই অপরাধ জগতে জড়ান অনুরাধা। তিনি আদতে ভালো পরিবারের মেয়ে, কম্পিউটার অ্যাপলিকেশনের ডিগ্রিও রয়েছে তাঁর। আর কী ফেরা হবে পুরনো জীবনে? বিশেষত গ্যাংস্টার কালা জঠেড়ীর আইনত দাম্পত্য শুরুর পর? বাস্তবিক এ যেন বন্দুক ও বুলেটের প্রেম! শোনা যাচ্ছে- প্রেমিক তথা স্বামী কালা জঠেড়িকে জেলমুক্ত করতে আইন পড়ছেন অনুরাধা চৌধুরী ওরফে ম্যাডাম মিঞ্জ ওরফে রিভলবার রানি। নিজেই কেস লড়বেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button