জাতীয়

আদালতে তোলা হয়েছে পাপিয়াকে; ৫ দিনের রিমান্ড মঞ্জুর

যুবলীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে সিএমএম আদালতে তোলা হয়েছে। বিমানবন্দর থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় পাপিয়া ও তার সহযোগীদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বিমানবন্দর থানা পুলিশ দশ দিনের রিমান্ড চাইলে আদালত সাতদিন রিমাণ্ড মঞ্জুর করেন। মাসুদুর রহমানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

নারী ও মাদক ব্যবসায় সম্পৃক্ততার অভিযোগে একই সঙ্গে পাপিয়ার স্বামী সুমন চৌধুরী, ব্যক্তিগত সহকারী শেখ তায়্যিবা ও সাব্বির খন্দকারকেও আদালতে তোলা হয়।

এর আগে,দেশ থেকে পালানোর সময় শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়াসহ ৪ জনকে গ্রেফতার করে র‍্যাব। এ সময় সাতটি পাসপোর্ট, দেশীসাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে পাপিয়ার দেয়া তথ্য অনুযায়ী, তার ফার্মগেটের বাসায় অভিযান চালিয়ে র‍্যাব অবৈধ অস্ত্র, মাদক ও দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করে। গ্রেফতারের পরপরই তাকে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button