আন্তর্জাতিক

ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব

ওমরাহ পালনকারীদের জন্য ওমরাহ ভিসার মেয়াদ এক মাসের বদলে তিন মাস করেছে সৌদি সরকার। বাংলাদেশসহ যে কোনো দেশের মুসলিম নাগরিকদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে।
দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল-রাবিহা স্থানীয় গণমাধ্যমগুলোতে এই তথ্য নিশ্চিত করেছেন।
দুই দিনের রাষ্ট্রীয় সফরকালে উজবেকিস্তানের তাসখন্দে এই ঘোষণা দেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী।
প্রতি বছরই ভিসার মেয়াদ কম থাকায় ওমরাহ করতে যাওয়া বিশ্বের লাখ লাখ মানুষকে নানা বিড়ম্বনায় পড়তে হতো। তাই সবকিছু বিবেচনায় নতুন এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
এদিকে, চলতি বছর সৌদি আরবে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সৌদি কাস্টমস। এখন থেকে দেশটিতে ভ্রমণে ৬০ হাজার রিয়াল বা সমপরিমাণের বেশি অর্থ, স্বর্ণ ও জিনিসপত্র বহন করতে হলে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
নতুন নির্দেশনায় আরও রয়েছে, হজ ও ওমরাহ যাত্রীরা সৌদি ভ্রমণে শুধু নিজের ব্যবহারের জিনিসপত্র, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সীমিত পরিমাণে ওষুধ নিতে পারবেন। তবে বাণিজ্যিক উদ্দেশ্যে টুপি, জর্দা, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ ও অন্যান্য জিনিস বহন দণ্ডনীয় অপরাধ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button