জাতীয়বিনোদনলিড স্টোরিসাহিত্য ও বিনোদন

আজ বসন্ত …

বসন্ত যখন এসেছে, ফুল তো ফুটবেই। আর মধু আহরনে ছুটে আসবে ভ্রমর। কোকিল তার কোকিলা স্বরে গেয়ে উঠবেই। এটাই প্রকৃতির নিয়ম। কোনো মহামারিই প্রকৃতিকে দমিয়ে রাখতে পারবে না। তাই করোনা মহামারিতে বিশ্ব যখন দিশেহারা, তখনও গাছে গাছে আমের মুকুল, আর নানা ফুলের সমারোহ জানান দিলো আজ বসন্ত।

প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আগমন

বসন্ত নিয়ে আছে অনেক গান কবিতা। বাউল মনকে যেমন দোলা দিয়েছে বসন্ত, রবি ঠাঁকুরের গানের চয়নেও ঠাঁই মিলেছে এ বসন্তের।

প্রতি বছর ফাগুনের হাওয়ায় মেতে উঠে সব বয়সী মানুষের হৃদয়। লাল হলুদের সাজে নিজেদের সাজিয়ে তোলে। রেশমী চুড়ি আর খোঁপায় গাঁদা ফুল।

প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আগমন

চারুকলার বকুলতোলায় মেঠে ওঠে সকলে। নাচে গানে মন মাতিয়ে বরন করে নেয় বসন্তকে।

কিন্তু এবারের বসন্ত কিছুটা অন্য রকম। প্রকৃতি তার নিয়মে চললেও, করোনা মহামারিতে থেমে আছে মানুষের স্বাভাবিক জীবন যাপন। তাই এবার বকুলতলায় নেই কোনো উৎসব।

তবুও বাঙালি হৃদয় মানে না কোনো বাঁধা। তাই কিছুটা স্বাভাবিক জীবনেও যে যার অবস্থানে থেকে, লাল হলুদে নিজেকে সাজিয়ে ঠিকই পালন করে নিচ্ছে বসন্তকে।

আজ বসন্ত

আর ফাল্গুনকে পালন করতে, সোহরাওয়ার্দীতে ১৪ ফেব্রুয়ারি সকাল ৭টা শুরু হচ্ছে বসন্ত উৎসব। এছাড়াও বিকেল ৪টায় একাডেমির নন্দনমঞ্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে বসন্ত উৎসব ২০২১।

ফারহানা নীলা

সিনিয়র রিপোর্টার

নিউজ নাউ বাংলা.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button