আন্তর্জাতিক

শনিবার ভারতে টিকা কর্মসূচির সূচনা করবেন মোদী

সমগ্র ভারতজুড়ে একসাথে শুরু হতে চলেছে করোনা ভাইরাসের গণটিকাকরণ কর্মসূচি। বিরাট এই কর্মযজ্ঞের সূচনা হবে আগামী শনিবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।

শনিবার ভার্চ্যুয়াল বৈঠকের মাধ্যমে দেশটির বিভিন্ন প্রান্তে বেশ কিছু স্বাস্থ্যকর্মীর সঙ্গে কথা বলবেন নরেন্দ্র মোদী। স্বাকর্মীদেরই প্রথম টিকার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ওই দিন ভারতের ২ হাজার ৯৩৪টি কেন্দ্রে একসঙ্গে তিন লাখ স্বাস্থ্যকর্মীকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। এক একটি সেশনে ১০০ জনকে টিকা দেওয়া হবে।

জানা গেছে, সেদিনই ‘কো উইন’ অ্যাপ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অ্যাপের মাধ্যমে ভ্যাকসিনের সরবরাহ এবং বিতরণের বিষয়ে নজরদারি রাখা যাবে।

এদিকে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমলেও নির্মূল হয়নি। দৈনিক করোনা শনাক্তে পশ্চিমবঙ্গে চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪পরগনা জেলা। ইতোমধ্যে রাজ্যে পৌঁছে গিয়েছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার ‘কোভিশিল্ড’ এবং ভারত বায়োটকের ‘কোভ্যাক্সিন’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button