জাতীয়

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৪২ জনের আপিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন কারণে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিনে নির্বাচন কমিশনে ৪২ জন প্রার্থী আপিল করেছেন।

আজ মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত এসব আবেদন জমা পড়ে।

বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে ময়মনসিংহ অঞ্চল থেকে বেশী আবেদন পড়েছে। এবার ময়মনসিংহ অঞ্চলে মোট ৩২৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৮৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। এরমধ্য প্রথম দিনে ৪২ জন প্রার্থী মনোনয়ন ফিরে পেতে আবেদন করে। রাজশাহী অঞ্চলে কোন আপিল জমা পড়েনি।

নির্বাচন কমিশন চত্ত্বরে ১টি কেন্দ্রীয় বুথসহ অঞ্চলভিত্তিক ১০ টি বুথে বাতিল হওয়া প্রার্থিরা তাদের আপিল দাখিল করছেন। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। আর ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এসব আপিল নিষ্পত্তি হবে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ হাজার ৭১৬ জন। এর মধ্যে ১ হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র গৃহীত এবং ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button