করোনাজাতীয়

ব্যাংক অ্যাকাউন্টেও যাবে ২৫০০ টাকা; তালিকা ত্রুটি সংশোধনের নির্দেশ

করোনা পরিস্থিতিতে দুস্থদের সহায়তায় ২৫০০ করে টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মাঝে ওই বরাদ্দের আওতায় সুবিধাভোগীদের নামের তালিকাও করা হয়েছে। কিন্তু কিছু তালিকায় ত্রুটি পাওয়া গেছে। শিগগিরই সেগুলো সংশোধন করে তালিকাভুক্তদের মোবাইল নম্বরে ওই টাকা পাঠানো হবে, যাদের মোবাইল নম্বর নেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

ত্রুটি সংশোধন করে রোববারের (১৭ মে) মধ্যে নামের তালিকা পাঠাতে মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। নামের তালিকায় একই ফোন নম্বর একাধিকবার ব্যবহার করায় প্রায় আট লাখ মানুষের নাম বাতিল হয়েছে বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়।

শনিবার (১৬ মে) রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল সাংবাদিকদের জানান, তালিকায় থাকা মোবাইল নম্বরে ১৫-১৬ শতাংশ ত্রুটি পাওয়া গেছে। ত্রুটি সংশোধন করে যাদের মোবাইল নম্বর নাই তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দেওয়া হবে।

তিনি বলেন, অনেকের তো মোবাইল নম্বর নাই। ফলে একই মোবাইল নম্বর অনেকবার দেওয়া হয়। তখন এনআইডির সাথে ম্যাচ করেনি। প্রত্যেকের এনআইডি ও মোবাইল নম্বরও ভেরিফিকেশন হচ্ছে। এরপর মেবাইল নম্বর বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button