আন্তর্জাতিক

করোনা আতঙ্ক: মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়ালো

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৪৫৫ জনসহ মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৩৬। শুধু চীনেই মৃতের সংখ্যা ৩ হাজার ১৮৯। চীনের বাইরে নিহত হয়েছে ২ হাজার ২৪৭।

এ ভাইরাসে বিশ্বজুড়ে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬৩৮। চীনেই আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৯৬। চীনের বাইরে ৬৪ হাজার ৮১৪ মানুষ। এখন পর্যন্ত মোট ৭২ হাজার ৫২৯ জন সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন।

বর্তমানে মোট আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন ৬৭ হাজার ৬৭৩। তাদের মধ্যে ৬ হাজার ৮২ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া বাকি যারা আছেন তাদের অবস্থা স্থিতিশীল অথবা উন্নতির দিকে।

এখন পর্যন্ত বিশ্বের ১৪৫টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
নিহত হওয়া দেশগুলোর মধ্যে চীনে ৩ হাজার ১৮৯, ইটালিতে ১ হাজার ২৬৬, ইরানে ৫১৪, দক্ষিণ কোরিয়ায় ৭২, যুক্তরাষ্ট্র ৫০, ফ্রান্স ৭৯, স্পেন ১৩৩, জাপান ২১, ডায়মন্ড প্রিন্সেস জাহাজে ৭, ইরাক ৯, হংকং ৪, অস্ট্রেলিয়া ৩, যুক্তরাজ্য ১১, নেদারল্যান্ড ১০, জার্মানি ৮, ইন্দোনেশিয়া ৪, বেলজিয়াম ৩, সুইজারল্যান্ড ১১, সান ম্যারিনো ৫, লেবানন ৩, ফিলিপাইন ৬, মিশর ২, আর্জেন্টিনা ২, পোলান্ড ২ ভারত ২, পানামা, মরক্কো, থাইল্যান্ড, অস্ট্রিয়া, কানাডা, গ্রীস, নরওয়ে, সুইডেন, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, আলবেনিয়া, পানামা, বুলগেরিয়া, পানামা, ইকুয়েডর, আজারবাইজান, মরক্কো, ইউক্রেন, সুদান, আলজেরিয়া ও তাইওয়ানে ১ জন করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button