জাতীয়

পিকে হালদারের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ

প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত এই আদেশ দেন বলে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আইনজীবী মাহমুদ জাহাঙ্গীর এই তথ্য জানান।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন পিকে হালদারের ধানমন্ডির দুটি ফ্লাটসহ স্থাবর সম্পদ ক্রোকের আবেদন করেন। শুনানি শেষে সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত।

গত ২ ডিসেম্বর পিকে হালদারকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতরে পরোয়ানা জারির আদেশ দেন একই আদালত।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ২৫৫ টাকার অবৈধ সম্পদের অভিযোগে, এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পিকে হালদারের বিরুদ্ধে অভিযোগে দুদক মামলা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button