আন্তর্জাতিক

ইতালির আল্পসে তুষারধসে নিখোঁজ ৩

ফরাসি আল্পসের পর এবার ইতালির আল্পসেও তুষারধস হয়েছে। এতে এখনও পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছে।
ফ্রান্স এবং ইতালির সীমান্তে আওস্তা উপত্যকা অঞ্চলে এই ঘটনা ঘটেছে। এক গাইডের সঙ্গে একদল পর্যটক পাহাড় চড়ার ট্রেনিং নিচ্ছিলেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। তখনই তুষারধস নামে। গাইড নিজেকে কোনোমতে বাঁচাতে পারলেও বাকি তিনজন তুষারধসের মধ্যে পড়ে যান। আহত অবস্থায় ওই গাইড উদ্ধারকারীদের খবর দেন। স্থানীয় সময় শুক্রবার ভোর থেকে উদ্ধারকাজ শুরু হয়।
উদ্ধারকারীরা অবশ্য এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। আবহাওয়া খারাপ থাকার কারণে ঘটনাস্থলে হেলিকপ্টারও পাঠানো যাচ্ছে না। তবে ঘটনাস্থলের খুব কাছেই আছেন উদ্ধাকারীরা। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে একজন স্কি বিশেষজ্ঞ বলে জানা গেছে।
কয়েকদিন আগে ফরাসি আল্পসেও ভয়াবহ তুষারধস হয়েছে। ফ্রান্সের সর্বোচ্চ শৃঙ্গ ম ব্লাঁ-র খুব কাছে ঘটেছিল ওই ঘটনা। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। একটি হিমবাহ গলে ওই তুষারধসের সৃষ্টি হয়েছিল বলে জানা গেছে।
বিশেষজ্ঞদের বক্তব্য, জলবায়ু পরিবর্তনের কারণেই আল্পসে বার বার এমন তুষারধস দেখা যাচ্ছে। গরম যত বাড়বে, তত এমন ঘটনা বাড়তে থাকবে বলে মনে করছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button