জাতীয়

গুরুতর দগ্ধদের হেলিকপ্টারে ঢাকায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় গুরুতর দগ্ধদের হেলিকপ্টারে করে ঢাকায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা আনার পর আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করতেও নির্দেশনা দেন সরকার প্রধান।

বিপ্লব বলেন, সীতাকুণ্ডের ঘটনায় আহত-দগ্ধদের হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসতে বলেছেন প্রধানমন্ত্রী। ভুক্তভোগীদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তির নির্দেশও দিয়েছেন।

শনিবার (৪ জুন) বিএম কনটেইনার ডিপোয় বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। রাত ৯টায় বিস্ফোরণের পর আগুন ধরে যায়। রোববার (৫ জুন) দুপুর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনীর ২৫০ সদস্য ও ফায়ার সার্ভিসের ২৫ ইউনিট।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button