রাজনীতি

বিদেশিদের কাছে নালিশ না দিয়ে জনগণের কাছে দিন: বিএনপিকে তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতাদের অনুরোধ জানাবো বিদেশিদের কাছে নালিশ না দিয়ে জনগণের কাছে দিন।
বুধবার (৫ জুলাই) সচিবালয়ে ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি: সংবাদপত্রে প্রতিফলন’ বইয়ের মোড়ক উন্মোচন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বিশ্বের অনেক উন্নত দেশে ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন হয়ে থাকে। বাংলাদেশেও তেমনভাবেই হবে। ২০১৪ সালে বিএনপি যা করেছে তা এখন করার মতো পরিস্থিতিতে দলটি নেই। কে রাষ্ট্র ক্ষমতায় যাবে সেটা নির্ধারণ করবে জনগণ। সুতরাং বিএনপির যদি কোনো নালিশ থাকে তবে তা জনগণের কাছেই দেওয়া উচিত।
নির্বাচন নিয়ে সরকার কোনো চাপে নেই মন্তব্য করে ড. হাছান মাহমুদ বলেন, মেয়র নির্বাচন যেভাবে অংশগ্রহণমূলক হয়েছে আমরা আশা করি আগামী জাতীয় নির্বাচনও তেমনিভাবে হবে। বিএনপি যদি অংশ নাও নেয় তারপরেও জনগণ অংশ নেবে।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সফর প্রসঙ্গে সম্প্রচারমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। তাদের নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা, উন্নয়নে যুক্তরাষ্ট্র ভূমিকা রাখছে। তাদের কর্মকর্তাদের বাংলাদেশ ভিজিট সম্পর্কের বহিঃপ্রকাশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button