জাতীয়

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শুভঙ্করের ফাঁকি: এলজিআরডিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হলো শুভঙ্করের ফাঁকি। এর ফাঁক দিয়ে অজগর সাপ ঢুকে সব খেয়ে ফেলতে পারে।

নিয়মতান্ত্রিকভাবে এটি বাতিল করা হয়েছে। তারা তত্ত্বাবধায়ক সরকার দাবি করে। সারা পৃথিবীতে কেউ এতে সম্মতি দেয় না।

আজ শনিবার (২২ জুলাই) সকালে কুমিল্লা নগরীর টাউন হল মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকার’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, দেশের ও মানুষের স্বার্থে ইতিবাচকতার এ ধারা বজায় রাখতে হবে। দেশের সব ইতিবাচক অর্জন আওয়ামী লীগের আমলে হয়েছে।

তিনি বলেন, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশে মাত্র সাড়ে তিন বছরে বঙ্গবন্ধু যে অগ্রগতি অর্জন করেছিলেন সেটি ছিল অকল্পনীয়। নিন্দুকরা এখন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার অর্জনকে যেভাবে অস্বীকার করছে ঠিক একইভাবে বঙ্গবন্ধুর অর্জনকেও তখন মুছে ফেলার চেষ্টা করেছি।

কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুর সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা-২ (তিতাস ও হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, কুমিল্লা সিটি করিপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button