খেলা

উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ঘরে তুলল বার্সার মেয়েরা

অ্যালেক্সিয়া পুতেয়াসরা ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বার্সাকে আরও একবার গৌরবান্বিত করল। উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ঘরে তুলেছে নারী দল।
ফাইনালে উলফসবুর্গকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয় বারের মতো শিরোপা ঘরে তুলেছে বার্সা নারী দল। শনিবার (৩ জুন) ডাচদের ফিলিপস স্টেডিয়ামে বার্সার হয়ে জোড়া গোল করেন প্যাট্রিসিয়া। অপর গোলটি করেন ফ্রিদোলিনা। উলফসবুর্গে হয়ে গোল দুটি করেন এভা পাইয়োর ও আলেক্সান্দ্রা পপ।
চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি যেখানে বার্সেলোনার পুরুষ দলের জন্য সোনার হরিণ হয়ে উঠেছে সেখানে তিন বছরের মধ্যে দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলেছে নারী দল। ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সবশেষ ২০১৪-১৫ মৌসুমে শিরোপা জিতেছিল বার্সার পুরুষ দল। চলতি মৌসুমে তো আসরটির গ্রুপ পর্বই টপকাতে পারেনি লেভানদোভস্কি-দেম্বেলেরা।
অন্যদিকে ২০২০-২১ মৌসুমের পর আবারও শিরোপা ঘরে তুলেছে পুতেয়াসরা। গত মৌসুমেও তারা ফাইনাল খেলেছিল। যদিও লিঁওর বিপক্ষে হেরে শিরোপা খোয়াতে হয় তাদের।
ফিলিপস স্টেডিয়ামে বার্সেলোনার নারী দল শিরোপা খোয়ানোর অবস্থায় ছিল জার্মান ক্লাব উলফসবুর্গের বিপক্ষেও। প্রথমার্ধেই তারা পিছিয়ে পড়েছিল ২-০ গোলে। তবে দ্বিতীয়ার্ধে জ্বলে উঠে দলকে লড়াইয়ে ফেরান প্যাট্রিসিয়া।
৪৮ ও ৫০ মিনিটে প্রতিপক্ষের জালে জোড়া আঘাত হেনে দলকে সমতায় ফেরান এ স্প্যানিশ মিডফিল্ডার। আর ৭০ মিনিটে ফ্রিদোলিনার গোলে লিড পেয়ে যায় বার্সার নারী দল। শেষ পর্যন্ত লিড ধরে রেখে শিরোপা ঘরে তোলে তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button