জাতীয়

উত্তরা থেকে মতিঝিল গেলো প্রথম মেট্রোরেল

উত্তরা থেকে সাড়ে সাতটায় মতিঝিলের উদ্দেশ্যে ছাড়ে প্রথম মেট্রোরেল। পল্লবীতে এসে পৌঁছায় সাতটা সাইত্রিশ মিনিটে। সেখান থেকে আটটা ২ মিনিটে মতিঝিলে গিয়ে পৌঁছায় রেলটি। এতটা বছরের ২ ঘন্টার জানযটের কষ্ট পেড়িয়ে মাত্র ৩২ মিনিটে মতিঝিল আসতে পেরে দারুণ উচ্ছ্বসিত যাত্রীরা।

রোববার (৫ নভেম্বর) সকালে দেখা গেছে এ চিত্র।

গতকাল ৪ নভেম্বর (শনিবার) উদ্বোধন হয়েছে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের। এর আগে গত ২৮ ডিসেম্বর উদ্বোধন হয় উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের।

রোববার সকালে উত্তরা থেকে আসা প্রথম মেট্রোটি ছিল যাত্রীতে পরিপূর্ণ। সেখানে কথা আহম্মেদ বাদলের সঙ্গে। পেশায় তিনি একজন ফটো সাংবাদিক । বাদল জানান, ‘‘সাংবাদিকদের প্রধান কাজের কেন্দ্রবিন্দু হচ্ছে  প্রেসক্লাব এড়িয়া। ১০টায় সেখানে থাকতে হলে আমাকে মিরপুর থেকে ২ থেকে আড়াই ঘন্টা আগে রওনা দিতে হয়। তারপর বাস পাওয়ার জন্য লাফালাফি করতে হয়। বাস ধরতে পেলেও, বসার সিট থাকেনা। এরপর ধাক্কাধাক্কি করে বাসে থাকা। ২ আড়াইঘন্টা জ্যাম পেড়িয়ে গরম আর ক্ষুধায় অসহ্য যন্ত্রণা ভোগ করে নির্দিষ্ট স্থানে গিয়েই কাজে নেমে যেতে হয়। আজ সেই জায়গায় আনন্দ করতে করতে প্রকৃতি উপভোগ করতে করতেই যাচ্ছি। যেটা অনেকটা ম্যাজিকের মতো লাগছে। ‘’

মতিঝিলে নামার পরে বেসরকারি ব্যাংকে কর্মরত আনোয়ার হোসেন বলেন, ‘‘মিরপুর পল্লবী থেকে মতিঝিল আসতে দেড় থেকে ২ ঘণ্টা সময় লেগে যায়। সকাল ৭টায় রওনা হয়েও ৫-১০ মিনিট লেটই হয়ে যায়। সেই হিসেবেই আমি আজও ৭টাতেই রওনা দিয়েছি। কিন্তু ট্রেনে উঠে মাত্র ২০ মিনিটে চলে এসেছি। অর্থাৎ ১ঘন্টা আগেই অফিসে পৌঁছে গেছি। ভালো লাগছে দেশ এতো দ্রুত এগিয়ে গেছে।’’

এখন সবার চাওয়া দ্রুত বিকেলের ট্রেন চলাচল যাত্রাটাও চালু করার।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button