জাতীয়

রুপার ব্যাংক হিসাব জানতে ৫৬ ব্যাংকে দুদকের চিঠি

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপার যাবতীয় ব্যাংক হিসাব জানতে চেয়ে, দুর্নীতি দমন কমিশন (দুদক) দেশের সরকারি-বেসরকারি ৫৬ ব্যাংকে চিঠি দিয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিমের স্বাক্ষরিত চিঠিগুলো ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

একইসঙ্গে রুপাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৭ জানুয়ারি তলব করেছে দুদক। সেদিন অভিযোগের বিষয়ে বক্তব্য দেয়ার জন্য জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি ও নথিপত্রসহ হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

গত ২৯ অক্টোবর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঘুষ গ্রহণ করে জি কে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ লোপাটসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে রুপাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। সেখানে ৪ নভেম্বর তাকে হাজির হওয়ার জন্য বলা হলেও পরবর্তীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তলবে হাজির হননি রুপা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button