জাতীয়

বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

রবিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘জাপান আমাদের অকৃত্রিম বন্ধু। ’৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় জাপানের ছোট্ট ছোট্ট শিশুরা তাদের টিফিনের টাকা পর্যন্ত আমাদের জন্য দিয়েছে। স্বাধীনতার পর জাতির পিতা যখন যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনের কাজ শুরু করেন, তখন জাপান পাশে ছিল। জাপানের এই সহযোগিতার কথা আমরা স্মরণ করছি।’

তিনি বলেন, ‘জাতির পিতা ১৯৭২ সালে যখন জাপান যান, তখন তিনি জাপান সরকারকে যমুনা নদীর ওপর এই সেতু নির্মাণ করার জন্য অনুরোধ করেন। ১৯৫৩ সালে আওয়ামী লীগের যে সম্মেলন হয়, সেখানে এই সেতু নির্মাণের প্রস্তাবনা ছিল।’

শেখ হাসিনা বলেন, ‘১৯৭৪ সালে জাপান যমুনা নদীর ওপর কাজ শুরু করে। কিন্তু ’৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার মাধ্যমে তা থেমে যায়। যমুনা সেতু যখন নির্মাণ করা হয়, তখন আমার একটা মত ছিল, তাতে রেললাইন থাকবে। পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ লাইনও থাকতে হবে। এত বড় একটা নদীর ওপর সেতু হবে, এটা নিয়ে তখন প্রচণ্ড বাধার মুখে পড়েছিলাম। পরে এর ডিজাইন হয়ে যায়। আমরা ক্ষমতায় আসার পর আবারও রেললাইন করার উদ্যোগ নিই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button