আন্তর্জাতিককরোনা

বিশ্বে করোনায় মৃত্যু ৭৪ হাজার ছাড়ালো; আক্রান্ত ১৩ লাখ ছাড়ালো: ওয়ার্ল্ড ওমিটার

ওয়ার্ল্ড ওমিটারের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গোটা বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ লাখ ৪৬ হাজার ৫৬৬ জন। আর মারা গেছে ৭৪ হাজার ৬৯৭ জন।গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৫ হাজার ২২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৬৫৪ জন।

এছাড়া বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৭৩ হাজার ১৩৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৪৬ হাজার ৩৫ জন। এখন পর্যন্ত ২ লাখ ৭৮ হাজার ৫৩৪ জন সুস্থ হয়েছে।

সবমিলিয়ে, বর্তমানে ৯ লাখ ৯২ হাজার ৮৪৭ জন আক্রান্ত রয়েছে। তাদের মধ্যে ৯ লাখ ৪৫ হাজার ৩৮৮ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। আর ৪৭ হাজার ৪৫৯ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছে।

যুক্তরাজ্যে ৫ হাজার ছাড়িয়েছে মৃত্যু

যুক্তরাজ্যে ৫ হাজার ছাড়িয়েছে

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৪৩৯ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৩ জন।

আক্রান্তের সংখ্যায় যুক্তরাজ্যের অবস্থান আট নম্বরে। সেখানে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ১০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮০২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৭ হাজার ২৫০ জন।

এছাড়া যুক্তরাজ্যে বর্তমানে ৪৬ হাজার ১০০ জন আক্রান্ত রয়েছে। তাদের মধ্যে ৪৪ হাজার ৫৪১ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। বাকি ১ হাজার ৫৫৯ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছে।

ফ্রান্সে একদিনে ৮৩৩ জনের মৃত্যু

ফ্রান্সে একদিনে ৮৩৩ জনের মৃত্যু

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৮৩৩ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯১১ জন।

আক্রান্তের সংখ্যায় ফ্রান্সের অবস্থান পাঁচ নম্বরে। সেখানে আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ১০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ১৭১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৭ হাজার ২৫০ জন।

এছাড়া ফ্রান্সে বর্তমানে ৭১ হাজার ৮৪৯ জন আক্রান্ত রয়েছে। তাদের মধ্যে ৬৪ হাজার ৭৭৭ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। বাকি ৭ হাজার ৭২ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছে।

স্পেনে করোনায় মৃত্যু ১৩ হাজার ছাড়ালো

স্পেনে করোনায় মৃত্যু ১৩ হাজার

স্পেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭০০ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪১ জন।

আক্রান্তের সংখ্যায় স্পেনের অবস্থান দুই নম্বরে। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৬৭৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ২৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৪০ হাজার ৪৩৭ জন।

এছাড়া স্পেনে বর্তমানে ৮২ হাজার ৮৯৭ জন আক্রান্ত রয়েছে। তাদের মধ্যে ৭৫ হাজার ৯৬৬ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। বাকি ৬ হাজার ৯৩১ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছে।

মৃত্যুপুরী যুক্তরাষ্ট্র, ২৪ ঘণ্টায় ১২৫৫ জনের মৃত্যু

মৃত্যুপুরী যুক্তরাষ্ট্র, ২৪ ঘণ্টায় ১২৫৫

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ২৫৫ জন। এ নিয়ে দেশটিতে মোট মারা গেছে ১০ হাজার ৮৭১ জন। এর মধ্যে শুধু নিউইয়র্কে মারা গেছে ৪ হাজার ৭৫৮ জন।

সেখানে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ৪ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৩৩১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ হাজার ৬৭১ জন।

এছাড়া যুক্তরাষ্ট্রে বর্তমানে ৩ লাখ ৩৬ হাজার ৪৬২ জন আক্রান্ত রয়েছে। তাদের মধ্যে ৩ লাখ ২৭ হাজার ৫৮৩ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। বাকি ৮ হাজার ৮৭৯ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছে।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ অবস্থা নিউইয়র্কে। সেখানে এ পর্যন্ত মারা গেছে ৪ হাজার ৭৫৮ জন এবং আক্রান্ত হয়েছে ১ লাখ ৩১ হাজার ৯১৬ জন। এছাড়া নগরীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো ১৮ বছর বয়সের নিচে একজনের মৃত্যু হয়েছে। তার শরীরে অন্য আরও রোগ ছিল।

ইতালিতে ১৬ হাজার ছাড়িয়েছে মৃত্যু

ইতালিতে ১৬ হাজার

ইতালির অবস্থান তিন নম্বরে। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৫৪৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫৯৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ২২ হাজার ৮৩৭ জন। উল্লেখযোগ্য বিষয় হলো, দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গত কয়েকদিন ধরেই নিম্নমুখি। যা এই দুর্যোগের মধ্যেও ইতালির জনগণের জন্য আশার ব্যাপার।

এছাড়া ইতালিতে বর্তমানে ৯৩ হাজার ১৮৭ জন আক্রান্ত রয়েছে। তাদের মধ্যে ৮৯ হাজার ২৮৯ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। বাকি ৩ হাজার ৮৯৮ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button