জাতীয়

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ওয়াশিংটন-ঢাকা একসঙ্গে কাজ করছে: যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ওয়াশিংটন ও ঢাকা একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে পররাষ্ট্র দপ্তরে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মিলার আরও বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও শ্রম অধিকারকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।’ একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, জবাবদিহিতা নিশ্চিত করা- এসবই আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ ইস্যু।’
আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ও অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সফরের সময় ঢাকায় দুটি রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে কোনো ইস্যু দেখা যায়নি। তারা বাংলাদেশ ত্যাগ করার পরই ইস্যু সামনে এসেছে। এ বিষয়টিও প্রশ্নে তুলে ধরেন সাংবাদিক।
ওই সাংবাদিক মুখপাত্রকে প্রশ্ন করে আরও বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রে বসবাস করি। আমার একজন সহকর্মী বলছিলেন, নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে একটি ঘটনা ঘটেছে। সে বিষয়ে আপনি কথা বলেছেন। এসব বিষয়ে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানিয়েছেন আপনি। বর্তমান পরিস্থিতিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন। অতি সম্প্রতি আপনারা উদ্বেগ প্রকাশ করেছেন। এরপর যেসব ঘটনা ঘটছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বর্তমান সম্পর্ককে তার প্রেক্ষিতে কিভাবে মূল্যায়ন করবেন?
জবাবে মুখপাত্র বলেন, ‘বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। এ বিষয়ে প্রকৃতপক্ষে আমি প্রায়দিনই এই ব্রিফিং রুম থেকে কথা বলি। যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তারা নিয়মিত বাংলাদেশ সফর করছেন। এতেই এই মূল্যায়ন শেয়ার করছি আমরা।’
সম্পর্কের বিষয়ে বলতে গিয়ে মিলার আরও বলেন, ‘বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ রাখছি। আমরা বিশ্বাস করি, আমাদের দুই দেশের জন্য এসব বিষয় শেয়ার করা উচিত।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button