আন্তর্জাতিককরোনা

১ সেপ্টেম্বর থেকে স্কুল খুলছে দিল্লিতে

আগামী ১ সেপ্টেম্বর থেকে স্কুল খুলছে দিল্লিতে। খবর: এনডিটিভি

শুক্রবার দিল্লির উপপ্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মনিষ সিসোদিয়া এ ঘোষণা দিয়েছেন।

প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেনির শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। তারপর ধীরে ধীরে হাইস্কুল (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেনি) ও প্রাইমারি স্কুল (প্রথম থেকে পঞ্চম শ্রেনি) শিক্ষার্থদেরও ক্লাস শুরু করা হবে। সেসঙ্গে স্কুলের ক্লাস শুরুর পাশাপাশি কোচিং সেন্টারগুলোও খুলে দেওয়া হবে।

দিল্লিতে করোনা সংক্রমণের মাত্রাও কমে এসেছে। বর্তমানে এখানে দৈনিক শনাক্তের শতকরা হার ০ দশমিক ১ শতাংশ। দিল্লির স্কুল শিক্ষক ও কর্মচারীদের ৯৮ শতাংশ করোনা টিকার অন্তত প্রথম ডোজ নিয়েছেন।’

এছাড়া শিক্ষার্থীদের স্কুলে আসতে হলে অবশ্যই অভিভাবকদের অনুমতি নিতে হবে এবং যেসব শিক্ষার্থী স্কুলে আসতে পারবে না, তাদের জন্য স্কুলগুলোকে অনলাইন ক্লাসের ব্যবস্থা রাখতে হবে।

করোনা মহামারির প্রেক্ষিতে ২০২০ সালের মার্চে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে দিল্লি সরকার। চলতি বছর জানুয়ারি মাসে স্কুল খোলা হয়েছিল, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে দিল্লিতে সংক্রমণ বাড়তে থাকায় ফের তা বন্ধ করা হয়।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button