আদালত

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল খালেক তালুকদার (৭৩) কে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ এর ৫ নং মামলায় ২০১৫ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত।
এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান বলেন, এটিইউ’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার খালেক তালুকদার নেত্রকোনার পূর্বধলার খারচাইলের মৃত রুস্তম আলী তালুকদারের ছেলে।
এটিইউ’র পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন আব্দুল খালেক। দীর্ঘ ৭ বছর পলাতক থাকার পর তার অনুপস্থিতিতে ট্রাইবুন্যাল ২০১৯ সালের ২৮ মার্চ রায় ঘোষণা করেন। রায়ে তিনিসহ অন্যান্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইন ১৯৭৩ এর ৩ ধারায় মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার ৭টি অভিযোগ প্রমাণিত হয়। রায়ে আরও ৪ পলাতক আসামিসহ আব্দুল খালেক তালুকদারকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button