আন্তর্জাতিককরোনা

রাশিয়ায় হাসপাতালের ভেন্টিলেটরে আগুন, ৫ করোনা রোগীর মৃত্যু

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভেন্টিলেটরে আগুন ধরে পাঁচজন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে পিটার্সবাগের সেন্ট জর্জ হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে রয়টার্স জানিয়েছে।

সূত্রের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে, প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওভারলোড হওয়ার কারণেই ভেন্টিলেটর মেশিনে আগুন ধরে যায়। ভেন্টিলেটরের নির্দিষ্ট ধারণক্ষমতা থাকে। এতে অতিরিক্ত চাপ পড়ায় এ দুর্ঘটনা ঘটে। জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালটি থেকে ১৫০ জন মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

এর আগে গত শনিবারও মস্কোর একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাশিয়াতে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল সোমবার এক দিনে রেকর্ড ১১ হাজার ৬৫৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার কথা জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৩৪৪। সুস্থ হয়েছে ৩৯ হাজার ৮০১, মারা গেছে ২ হাজার ৯ জন। তবে ব্রিটেন, স্পেন এবং যুক্তরাষ্ট্রে আক্রান্ত শনাক্তের সংখ্যা রাশিয়ার চেয়ে বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button