আন্তর্জাতিক

রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত

অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। বুধবার (২০ জুলাই) দেশটির সংসদে আইনপ্রণেতাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এর আগে তিনি একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। গোতাবায়া রাজাপাকসে দেশত্যাগের আগে তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিয়ে যান।
এদিকে, প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত প্রার্থী বাছাইয়ে পার্লামেন্ট অধিবেশন বসে মঙ্গলবার (১৯ জুলাই)। বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসার প্রেসিডেন্ট পদে লড়াই করার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বিক্রমাসিংহে ১৩৪টি ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলাহাপেরুমা পেয়েছেন ৮২ ভোট। মাত্র তিনটি ভোটে পেয়েছেন বামপন্থী পেরামুনা দলের নেতা অনুরা কুমারা দিসানায়াকা। দেশটির সংসদীয় নিয়ম অনুযায়ী কোন প্রার্থী এক-তৃতীয়াংশের বেশি ভোট অর্জন করলেই তাকে বিজয়ী ঘোষণা করা হবে।
গণনা শেষ হওয়ার পর পার্লামেন্টের মহাসচিব বলেন, ‘‘সংবিধানের অধীনে অষ্টম নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে রনিল বিক্রমাসিংহে নির্বাচিত হয়েছেন।’’
গণ আন্দোলনের মুখে দেশটির প্রেসিডেন্টের পদ থেকে গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করার পর দেখা দিয়েছিল রাজনৈতিক সংকট। এমতাবস্থায় সংবিধান অনুযায়ী দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button