জাতীয়লিড স্টোরি

পহেলা বৈশাখে নাশকতার আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

পহেলা বৈশাখ ঘিরে জঙ্গি হামলা বা নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং তথ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করে এবার পহেলা বৈশাখকে কেন্দ্র করে যেকোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে এবার সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবুও আমরা আত্মতৃপ্তিতে ভুগতেছি না।

আজ শনিবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

র‌্যাব মহাপরিচালক বলেন, র‌্যাব সদর দফতর থেকে ঢাকাসহ সারাদেশে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। গোয়েন্দা ও সাইবার টিমের মনিটরিংয়ের মাধ্যমে জঙ্গিদের যেকোনো ধরনের নাশকতার তৎপরতা নস্যাৎ করে দিতে র‌্যাব প্রস্তুত আছে।

তিনি বলেন, ভার্চুয়াল জগতে বৈশাখকে কেন্দ্র করে যেকোনো ধরনের গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে যাতে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করতে না পারে এর জন্য র‌্যাবের সাইবার টিম অনলাইনে সর্বদা নজরদারি রেখেছে। পহেলা বৈশাখে বিভিন্ন অনুষ্ঠানস্থলে আগত বিভিন্ন নারীদের উত্যক্ত এবং ইভটিজিং প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ কোনো হয়রানির স্বীকার হলে অবশ্যই র‌্যাব সদস্যদের জানাবেন। আমরা জড়িতদের বিরুদ্ধে কঠোর হাতে ব্যবস্থা গ্রহণ করব।

বৈশাখের অনুষ্ঠানস্থলগুলোর নিরাপত্তার ব্যাপারে জানিয়ে খোরশেদ হোসেন বলেন, প্রত্যেকটি এলাকায় অনুষ্ঠানস্থলগুলোতে র‍্যাবের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। যে সকল স্থানে লোকসমাগম হবে সেখানকার নিরাপত্তার জন্য আমরা পর্যাপ্ত সংখ্যক টহলসহ পেট্রোল এবং সাদা পোশাকের সদস্যদের নিয়োজিত রেখেছি। ঢাকায় পহেলা বৈশাখের স্থানগুলোতে বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াডসহ সুইপিং সম্পন্ন করা হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো সুইপিংসহ আমাদের গোয়েন্দা সদস্যরা নজরদারি অব্যাহত রেখেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button