আন্তর্জাতিককরোনা

অক্সফোর্ডের ভ্যাকসিন কাজ করবে কিনা জানা যাবে জুলাই মাসে

অক্সফোর্ডের কোভিড-১৯ ভ্যাকসিন মানবদেহে কাজ করবে কিনা, তা সায়েন্টিস্টরা জুলাই ২০২০ এর মধ্যে জানতে পারবে বলে আশা করা হচ্ছে।

ইউকে’র ফার্মাসিউটিক্যালস এর জায়ান্ট বস প্যাসকেল সোরিয়ট স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন “কোভিড ১৯ ভ্যাকসিন কাজ করবে কিনা তা জুনের শেষে অথবা জুলাইয়ে নিশ্চিত হয়ে জানা যাবে। জুন, জুলাইয়ের মধ্যে আমাদের এই ভ্যাকসিনের কার্যকারিতা এবং সুরক্ষা সম্পর্কে ইতিমধ্যে একটি প্রথম ধারণা হবে এবং আমাদের আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।”

আ্যাস্ট্রা জেনেকা চীফ এক্সিকিউটিভ প্যাসকেল সোরিয়ট জাদিও আরো বলেছেন, এই ভ্যাকসিন যদিও হিউম্যান ট্রায়ালে আছে,তবু তাদের কোম্পানি এই ভ্যাকসিনের উৎপাদন শুরু করে দিয়েছে,যেন ভ্যাকসিন কার্যকর হলে এর প্রয়োগে অতি মাত্রায় সময় অতিবাহিত না হয়। প্রথম পর্যায়ে শুধুমাত্র ইউকেতে ভ্যাকসিনটির প্রয়োগ হবে,এর পর বহির্বিশ্বে সাপ্লাই করবে তারা। এই কোম্পানী ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড এর উন্নয়ন উৎপাদন এবং বৃহৎ পরিসরে বিপননের অংশীদার।

তিনি আরো বলেন ,এই গ্ৰুপটি এই মুহূর্তে পৃথিবীর এক নম্বর গবেষণা গ্ৰুপ যারা অতীতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাফল্য অর্জন করেছে। নিঃসন্দেহে এই মুহূর্তে এটি মানবজাতির জন্য সর্বোচ্চ আশাব্যঞ্জক খবর।

 মোহাম্মদ মোকাদ্দেস হোসাইন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button