জাতীয়

শোকে স্তব্ধ ৫ গ্রামের মানুষ

বাসের সঙ্গে সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসে আগুনে, রাজশাহীর কাটাখালীতে সাত শিশুসহ ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয় গত শুক্রবার।

নিহতদের সবার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে। মরদেহ আসার পর নিহত নিহত ১৭ জনের দাফন হবার কথা রয়েছে বলে স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে, স্মরণকালে এ রকম শোক নেমে আসেনি পীরগঞ্জবাসীর জীবনে। শোকে যেন স্তব্ধ হয়ে গেছে পীরগঞ্জের পাঁচটি গ্রাম। প্রতিটি বাড়ির উঠান-ঘরগুলোতে মানুষের ভিড় আছে, কিন্তু বাড়ির বাসিন্দারা কেউ নেই। সেখানে আশপাশের মানুষ ও নিকটাত্মীয়রা এসে ভিড় করেছেন। সবার চোখেমুখে শোকের ছায়া। কোথাও একই পরিবারের সদস্যদের জন্য খোঁড়া হয়েছে পাশাপাশি পাঁচটি কবর, কোথাও চারটি আবার কোথাও তিনটি। সব মিলিয়ে এখন চলছে নিহতদের শেষ বিদায়ের প্রস্তুতি।

শনিবার বিকেল থেকে পীরগঞ্জ উপজেলায় মাইকযোগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কথা মানুষকে জানিয়ে দেওয়া হচ্ছে। মরদেহ আসার পর জানাজা-দাফনের সময় জানিয়ে দেওয়া হবে বলে প্রচার চলানো হচ্ছে। মাইকে এমন শোকবাণী শোনার পর পীরগঞ্জ উপজেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলাজুড়েও নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা নিহতদের আগুনে পোড়া মরদেহ গতকাল শনিবার বিকেল ৩টার দিকে নিহতদের পরিবারের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। বিষয়টি নিশ্চিত করছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button