করোনাজাতীয়

ঘরবন্দি নিম্ন মধ্যবিত্ত পরিবার ও তৃতীয় লিঙ্গের মানুষের পাশে কিছু উদ্যোগী তরুণ

ব্যক্তিগত উদ্যোগে করোনায় ঘরবন্দি নিম্ন মধ্যবিত্ত ৩৫ পরিবারগুলোর কাছে খাদ্যমামগ্রি পৌঁছে দিয়েছে একদল উদ্যোগী তরুণ।

২০ এপ্রিল সোমবার এই তরুণ দলটি রাজধানীর মিরপুর, ফার্মগেট, মালিবাগ, রামপুরা, বাড্ডা, গোড়ান, মহানগর, খিলগাঁও, হাজারীবাগ, লক্ষীবাজার, নিকেতন ও উত্তরায় ঘরবন্দি এসব পরিবারের কাছে অন্তত ৭ দিনের খাবার পৌঁছে দিয়েছে।

 

উদ্যোগী এ তরুণ দলটির নেতৃত্বে ছিলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার বিপ্রজিৎ চন্দ। নিউজ নাউ বাংলার সঙ্গে আলাপকালে বিপ্রজিৎ বলেন, সমাজের যারা মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষ রয়েছেন, তাদের অনেকেই করোনার কারণে চাকুরিহীন হয়ে আছেন, তাদের উপার্জন বন্ধ হয়ে গেছে। কিন্ত তারা লোকলজ্জায় ত্রাণের লাইনে দাঁড়াতে পারেন না, কিংবা কারো কাছে বলতে পারছেন না। এ কারণেই আমরা কয়েকজন বন্ধু মিলে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌছে দেবার উদ্যোগ নিয়েছি। বন্ধুদের কাছ থেকেও ভালো সাড়া পেয়েছি; যার কারণে এ উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

 

নিউজ নাউ বাংলাকে বিপ্রজিৎ আরো জানান, করোনার কারণে মানবেতর জীবনযাপন করছে তৃতীয় লিঙ্গের মানুষেরাও। আমরা তাদের কাছেও খাদ্যসামগ্রী পৌছে দেবার উদ্যোগ নিয়েছি। শিগগিরই আমরা ও উদ্যাগ বাস্তবায়ন করার বিষয়ে পদক্ষেপ নেবো। সমাজের সচেতন মানুষেরা এ ধরণের উদ্যোগ নিলে করোনার এই সংকটে অন্তত কিছু মানুষ খাদ্যসংকট থেকে বাঁচবে।

সামনের দিনগুলোতে নারায়ণগঞ্জ, মাদারীপুরসহ বিভিন্ন জেলায় খাদ্যসামগ্রী বিতরণ করার পরিকল্পনা আছে বলেও জানান তিনি। এ ধরনের উদ্যোগে অন্যদেরও এগিয়ে আসার আহবান জানান বিপ্রজিৎ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button