করোনারাজনীতি

করোনার চেয়েও ‘দুর্নীতি-লুটপাটে’ শক্তিশালী আ.লীগ: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘করোনার চেয়ে আওয়ামী লীগ অবশ্যই শক্তিশালী। তবে সেটি দুর্নীতি আর লুটপাটে।

বুধবার (২২ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে, ‘করোনার চেয়ে আওয়ামী লীগ শক্তিশালী’- দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের চলমান করোনা পরিস্থিতিতে মাস্ক, ভেন্টিলেটর ও অক্সিজেন নিয়ে সরকারদলীয়দের দুর্নীতি-লুটপাটের যে মহোৎসব চলছে সেটি তাদের শক্তির পরিচয়।’

সরকারের উন্নয়নের ছোঁয়া ‘সম্রাট-সাহেদদের পকেটে যায়’ বলে মন্তব্য করে রিজভী বলেন, ‘সরকার কি শোষকদের পক্ষে? সরকার কি মহাজনদের পক্ষে? সরকার কি শুধু ধনীদের পক্ষে? এই নিরন্ন-অসহায়-দুস্থদের পক্ষে কি সরকারের কোনও দায়িত্ব নেই। করোনার চেয়েও দুর্নীতিতে শক্তিশালী আওয়ামী লীগ সরকার।’

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘নিরন্ন-অসহায়-দুস্থদের প্রতি সরকারের কোনও দায়িত্ব নেই, কারণ তাদের দলের লোকেরাই দুর্নীতি লুটপাট করে নিজেদের পকেট ভারি করছে। তারা চায় ফ্লাইওভার করতে, বড় বড় রাস্তাঘাট করতে। কারণ এগুলো করলে অটোমেটিক্যালি কাঁচা টাকা আওয়ামী লীগের নেতাদের, মন্ত্রী-এমপিদের পকেট আসে। এ কারণেই মেগা প্রজেক্টের দিকে সরকারের এতো নজর। কিন্তু শ্রমিক বাঁচানো, কল-কারখানা বাঁচানোর দিকে তাদের কোনও মনোযোগ নেই।’

ঈদের আগে সকল কারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধ, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো খুলে দেওয়া, সরকার ঘোষিত প্রণোদনার টাকা শ্রমিকদের প্রদান ও বিভিন্ন কলকারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল।

একদিকে চলছে লুটপাট-দুর্নীতি অপরদিকে রিজেন্ট-জেকেজির মহাসমারোহ- এমন মন্তব্য করে রিজভী বলেন, ‘সরকারের নীলনকশা বাস্তবায়নে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করা হয়েছে। মহামারি করোনা দুর্যোগের মাঝেও একদিকে চলছে সরকারের লুটপাট অন্যদিকে চলছে বিভিন্ন কলকারখানার শ্রমিক ও কর্মহীন নিরন্ন মানুষের আহাজারি। কারণ এই সরকার কখনোই জনগণের উন্নয়নে কাজ করে না। তারা শুধু মেগা প্রজেক্টের মাধ্যমে নিজেদের লোকদের পকেট ভারি করতে চায়।’

তিনি আরও বলেন, ‘আজকে একদিকে রিজেন্ট-জেকেজির লুটপাট অন্যদিকে সরকারের দুঃশাসন ও নিরন্ন মানুষের আহাজারি। আজকে কোথায় সরকারের উন্নয়ন? সামান্য বন্যায় ভেসে যায় গরিবের ঘরবাড়ি। আজকে মেয়র নির্বাচনের আগে কত কথা তো তারা বললো! কিন্তু ভোটের আগেরদিন তারা ভোট করে নিলো। সুতরাং তাদের দিয়ে কোনো উন্নয়ন আশা করা যায়। এই অবস্থা বেশিদিন চলতে পারে না।’

এসময় দলীয় নেতাকর্মীদে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রিজভী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button