আন্তর্জাতিকলিড স্টোরি

ইউক্রেনের স্কুল-আবাসিক ভবনে রুশ হামলা নিহত ৩৩; আহত ১৮

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভের স্কুল ও বহুতল আবাসিক এলাকায় রুশ বাহিনীর হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন ১৮ জন। ইউক্রেনের জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ইউক্রেনের জরুরি পরিষেবা থেকে প্রকাশ করা ছবিতে দেখা যাচ্ছে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। উদ্ধারকারীরা স্ট্রেচারে মরদেহ বহন করছেন।

চেরনিহিভের উপ-মেয়র রেজিনা গুসাক বার্তা সংস্থা এএফপিকে বলেন, বৃহস্পতিবার (৩ মার্চ) রাশিয়ার ‘বোমা হামলায়’ শহরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। চেরনিহিভ শহরটি কিয়েভ থেকে ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। সেখানে রুশ বাহিনী উত্তর দিক থেকে আক্রমণ চালাচ্ছে।

চেরনিহিভ অঞ্চলের গভর্নর ভায়াচেস্লাভ চৌস বলেন, দুটি স্কুল ও আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। উদ্ধারকারীরা ওই এলাকায় কাজ চালিয়ে যাচ্ছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button