জাতীয়লিড স্টোরি

আজ চৈত্র সংক্রান্তি

যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক।
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
পুরাতন সব জরাজীর্ণকে ভুলে যাওয়ার সময় এসেছে। বাংলার চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি আজ। আজ চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ বাংলা ১৪২৯ বঙ্গাব্দেরও শেষ দিন। আগামীকাল শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ, নতুন বাংলা বর্ষ ১৪৩০। পুরাতন সব গ্লানি ভুলে গিয়ে নতুন বছরকে বরণ করার দিন। নতুন করে স্বপ্ন দেখার দিন।
আবহমান বাংলার চিরায়িত নানা ঐতিহ্যকে ধারণ করে আসছে এই চৈত্র সংক্রান্তি। বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতিবছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে থাকে নানা অনুষ্ঠান-উৎসবের আয়োজন।

কথিত আছে, চৈত্র সংক্রান্তিকে অনুসরণ করেই পহেলা বৈশাখ উদযাপনের এত আয়োজন। তাই চৈত্র সংক্রান্তি হচ্ছে বাঙালির আরেক বড় উৎসব।

চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের বিভিন্ন গ্রামগঞ্জে নানা ধরনের মেলা ও উৎসব হয়। হালখাতার জন্য ব্যবসাপ্রতিষ্ঠান সাজানো, লাঠিখেলা, গান, সংযাত্রা, রায়বেশে নৃত্য, শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠান ও ভূত তাড়ানোর মধ্যদিয়ে উদযাপিত হয় চৈত্র সংক্রান্তি।

চৈত্র সংক্রান্তিকে ঘিরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পুরনো বছরের সব জরাজীর্ণতা মুছে ফেলে কাল (শুক্রবার) বাঙালি মিলিত হবে পহেলা বৈশাখের সার্বজনীন উৎসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button