জাতীয়

ডোপ টেস্টে পজিটিভ হলে সরকারি চাকরি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডোপ টেস্টে পজিটিভ হলে সরকারি চাকরি হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া সরকারি চাকরিতে কর্মরত কিংবা যারা যোগদান করেছেন তাদেরও ডোপ টেস্ট পজিটিভ হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
শুক্রবার (২৫ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

মন্ত্রী আরও বলেন, মাদক গ্রহণকারীরা সরকারি চাকরি পাবেন না। একই সঙ্গে সরকারি চাকরিতে যোগদানের আগে প্রার্থীর ডোপ টেস্ট করা হবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদনও দিয়েছেন। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। যার টেস্টে পজিটিভ আসবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, মাদক একটি সামগ্রিক নেশায় পরিণত হয়েছে। আমরা ২০৩০ ও ২০৪১ যে রূপকল্প করছি মাদক নিয়ন্ত্রণ করা না গেল তা বাস্তবায়ন সম্ভব হবে না। এই ভয়ংকর নেশা থেকে বাঁচানোর জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কাজ করে যাচ্ছে। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে ঢেলে সাজিয়েছি। আমরা লোকবলও বাড়িয়েছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button