রাজনীতি

চোরাগলি দিয়ে ক্ষমতায় আসতে চাইছে বিএনপি: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, বিএনপি অবৈধ পথে চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে ও ষড়যন্ত্রের অলিগলি খুঁজে বেড়াচ্ছে ।

শুক্রবার ( ২৫ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও ঢাকা মহানগর উত্তর -দক্ষিণের সঙ্গে সমন্বয় সভায় তিনি এ অভিযোগের কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সবসময় জনগণের আবেগ-ভালোবাসা ও আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং কাজকর্মে তা প্রতিফলন করে। আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্রের রাজনীতি করে না, ষড়যন্ত্র বরদাশতও করে না। বরং আওয়ামী লীগই বারবার ষড়যন্ত্রের রাজনীতির শিকার হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী সর্বোচ্চ মানবিকতা ও উদারতা দেখিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিয়েছেন। বিএনপি যদি এই উদারতাকে দুর্বলতা ভাবে, তবে তারা ভুল করবে। অবশ্য বিএনপি জনগণের প্রতি আস্থাহীন হয়ে বারবার ভুল করে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে।’

সাম্প্রদায়িক গোষ্ঠীর কেউ যাতে আওয়ামী লীগে জায়গা না পায় সেজন্য দল ও সহযোগী সংগঠনের নেতাদের সতর্ক করেন কাদের।

দলীয় প্রধানের নির্দেশের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দলের দুঃসময়ে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। হঠাৎ করে কেউ চলে এলে তাকে প্রথমেই নেতা বানানো যাবে না। সাম্প্রদায়িক গোষ্ঠীকে কোনও অবস্থাতেই প্রবেশের সুযোগ দেয়া যাবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমি একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, কমিটি গঠনের বিষয়ে প্রেসিডিয়াম সভায় নেত্রী নির্দেশ দিয়েছেন, পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে, হঠাৎ করে কেউ আসলে প্রথমে নেতা বানাতে হবে; এমন কোন কথা নেই। সাম্প্রদায়িক গোষ্ঠীকে কোন সুযোগ দেয়া যাবে না। আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আপনারা যারা কমিটি করেছেন বা করবেন এই নির্দেশনা মেনে চলতে হবে।’

তিনি বলেন, ‘আটটি বিভাগের সাংগঠনিক ভাবে আমরা সফরের প্রস্তুত নিয়েছি। নেত্রীর কাছে তালিকা জমা দিয়েছি। অনুমোদন দিলে এই টিমগুলো আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি সর্বদা স্বাস্থ্যবিধি মেনে সংগঠনের কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন।’

২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘জন্মদিনে কোনও ধরনের আনুষ্ঠানিকতা বঙ্গবন্ধুর কন্যার পছন্দ নয়। জন্মদিন পালনে নেত্রী তেমন আগ্রহী নন। এটা পালন করতেও চান না। তারপরও আমাদের এটা পালন করা দায়িত্ব। শেখ হাসিনার জন্মদিন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক স্বাধীনতার রোল মডেল। শেখ হাসিনা আমাদের উন্নয়নের রোল মডেল। তাঁর জন্মদিন পালন না করলে আমরা জাতির কাছে অকৃতজ্ঞ থেকে যাব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button