জাতীয়

পদোন্নতি পেয়ে এএসপি হলেন ২৬ পরিদর্শক

পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হলেন পুলিশ ২৬ কর্মকর্তা। রোববার (১৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ২২ এবং পরিদর্শক (শহর ও যানবাহন) পদমর্যাদার ৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) করা হলো।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন- ডিএমপির মো. আব্দুল মালেক, চট্রগ্রামের কেশব চক্রবর্তী, সিআইডির মো. সেলিম হোসেন, এসবির মো. আজিজুর রহমান সরকার, ডিএমপির মো. তারেকুর ইসলাম, মাদারীপুরের মো. মনোয়ার হোসেন চৌধুরী, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের এস এম ইকবাল আহমেদ, সিআইডির মো. শরীফুদ্দেীলা, নড়াইলের এস কে আব্দুল্লাহ আল সাঈদ, সিআইডির গাজী রুহুল ইমাম, এসবির মো. সৈয়দুজ্জামান, এসবির মোহাম্মদ সহিদ উল্যাহ, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের শেখ মো. জিয়াউল ইসলাম, জামালপুরের এম এম ময়নুল ইসলাম, আরএমপির মির্জা মো. আব্দুস ছালাম, বরিশালের মো. আলী আর্শাদ, ডিএমপির মো. শহীদুল ইসলাম, সিআইডির মো. রবিউল ইসলাম, এসবির মো. মমিনুর রহমান, গাজীপুরের মো. আমির হোসেন, পিবিআইর (যশোর) একেএম ফসিহুর রহমান, পিবিআইর মো. নিজাম উদ্দিন, ডিএমপির মো. ইয়াছিন আলম খান, ডিএমপির মো. আলাউদ্দিন আল আজাদ, নওগার বিকর্ণ কুমার চৌধুরী ও সিএসপির মো. জহুরুল ইসলাম সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button