জাতীয়

মাস্ক না পরলে সরকারি-বেসরকারি সেবা বন্ধ

মাস্ক ছাড়া কোনও সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে সেবা না দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার

রবিবার (২৫ অক্টোবর) দুপুর মন্ত্রিসভার পর সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সরকারি এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ‘সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এখন থেকে নো মাস্ক নো সার্ভিস।’

সচিব জানান, কোভিড-১৯ পরিস্থিতিতে চারদিকে গণনির্দেশনা দেয়া হয়েছে। আমাদের যতগুলো ইন্সটিটিউশনে আছে, লোকাল বা অর্গানাইজেশন সবজায়গায় নির্দেশনা দেয়া আছে। সবখানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। শপিংমল, শিক্ষাপ্রতিষ্ঠানেও নির্দেশনা মেনে চলতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া ঢুকতে দেয়া হবে না। শুধু সরকারি নয় বেসরকারি প্রতিষ্ঠানেও। গণপরিবহনের বিষয়েও আমরা কথা বলবো। নৌপরিবহন ও রেল সচিবের সঙ্গে বসবো। সেখানে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। নো মাস্ক নো সার্ভিস।

তিনি বলেন, গত মিটিংয়েও বলেছিলাম আমরা ডিভিশনাল কমিশনারদের অলরেডি ইন্সট্রাকশন দিয়ে দিয়েছি। সব সরকারি বেসরকারি অফিসের বাইরে বড় একটা পোস্টার দেয়া থাকবে মাস্ক ছাড়া প্রবেশ করতে পারবেন না। এবং মাস্ক ছাড়া কেউ সার্ভিস ব্যবহার করতে পারবেন না।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button