রাজনীতি

রাজধানীতে শান্তিপূর্ণ মিছিল করার ঘোষণা জামায়াতের

আগামী শুক্রবার বাদ জুময়া রাজধানীতে শান্তিপূর্ণ মিছিলের ঘেষাণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওই শান্তিপূর্ণ মিছিল পালনে প্রশাসনের সহযোগিতা কামনা করেন দলের এক মুখপাত্র।
মঙ্গলবার সন্ধ্যায় (৪ জুলাই) দলের ভারপ্রাপ্ত আমীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন।
দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কুরআন মাজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনা বাংলাদেশসহ গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। এই অন্যায় ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করবে জামায়াতে ইসলামী।
প্রতিবাদ মিছিলে ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মহাগ্রন্থ আল কুরআন বিশ্ব মানবতার মুক্তির দিশারী। কুরআন মাজিদ সার্বজনিন ও বিশ্বজনিন। কুরআন মাজিদ সমগ্র মানবজাতির জন্য পথ প্রদর্শক। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই এই মহাগ্রন্থের প্রতি সম্মান প্রদর্শন করে থাকে। সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনা বিশ্বের কোটি কোটি মুসলমানকে মর্মাহত করেছে। এই অন্যায় ঘটনার প্রতিবাদ জানানো সকল ধর্মপ্রাণ মুসলমানের ঈমানি দায়িত্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button