আন্তর্জাতিক

মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মুহিউদ্দিন ইয়াসিন।

অবশেষে ইতি ঘটলো মাহথির মোহাম্মদ যুগের। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন। ০১ মার্চ রোববার সকালে ইস্তানা নেগারায় অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নেন।

এর আগে, শনিবার (২৯ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার রাজপ্রাসাদ সূত্রও জানিয়েছিল মুহিউদ্দিন ইয়াসিনই হতে যাচ্ছেন দেশটির অষ্টম প্রধানমন্ত্রী।

প্রথাগত পোশাক পরিধান করে শপথ গ্রহণ করেন ৭২ বছর বয়সী ইয়াসিন। শপথ অনুষ্ঠানে তার স্ত্রী নূরানি আব্দুর রাহমান উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতি টেংকু মাইমুন তুয়ান মাত এবং সরকারের মুখ্য সচিব মোহাম্মদ জুকি আলীর সামনে শপথ গ্রহণের পর মুহিউদ্দীন নিয়োপত্রের দলিলে সই করেন।

এর আগে প্রাসাদ সূত্রে জানানো হয়, রোববার (০১ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ক্ষমতাসীন পাকাতান হারাপান জোট থেকে বেরিয়ে যাওয়া মালয়েশিয়ান ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান এ মালয় নেতা।

মালয়েশিয়ার সংবিধানের ৪৩(২)(এ) ধারা অনুসারে, দেশটির রাজা বেশির ভাগ সংসদ সদস্যের আস্থাভাজন সদস্যকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

আহমদ ফাদিল শামসুদ্দীন রাজার পক্ষ থেকে জানান, জনগণ ও জাতির স্বার্থে প্রধানমন্ত্রীর পদে নিয়োগে বিলম্ব করা যায় না।

এর আগে ২৪ ফেব্রুয়ারি (সোমবার) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ আকস্মিকভাবে পদত্যাগ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button