খেলাজাতীয়লিড স্টোরি

ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতেই প্রথমবারের মতো ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৩ মার্চ) রাতে রাষ্ট্রপতির কার্যালয় সূত্র ও প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

ওয়ানডে সিরিজের মতো টেস্টেও বাংলাদেশ দল জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে বলে অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

দক্ষিণ আফ্রিকার মাটিতে এর আগে কোনো ফরম্যাটে একটিও জয় ছিল না বাংলাদেশের। সেখানে সিরিজ হারিয়ে ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লিখল বাংলাদেশ। স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল তামিমের দল।

দক্ষিণ আফ্রিকায় গিয়ে তাদেরকেই হারানোর ইতিহাস খুব কম দলেরই আছে। সে ক্ষেত্রে ইতিহাসের পাতায় নাম লিখলো টাইগাররা।

তাসকিনের তাণ্ডবের পর লিটন-তামিমের উদ্বোধনী জুটিতেই জয়ের বন্দরে পৌছে যায় টাইগাররা। এই জয়ে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পেল সাকিব-তামিমরা।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button