অন্যান্য খবরসাহিত্য ও বিনোদন

বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন আজ

বলিউড কিং শাহরুখ খানের ৫৭ তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২রা নভেম্বর দিল্লীতে জন্মগ্রহণ করেন বলিউডের কিংখান খ্যাত এই অভিনেতা।

দিল্লীর থিয়েটার একশন গ্রুপের মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেন কিং খ্যাত তারকা শাহুরুখ। এরপর ন্যাশনাল স্কুল অব ড্রামাতে পড়াশোনা।

ভারত সরকারের পদ্মশ্রী, ফ্রান্স সরকারের অদ্র দে আর্ত এ দে লেত্র সম্মাননার পাশাপাশি পৃথিবীর পাঁচটি সেরা বিশ্ববিদ্যালয়ের সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন শাহরুখ। তবে পুরস্কার ও সম্মাননার চেয়েও বেশি জিতেছেন দর্শকদের হৃদয়। প্রতিবছর শাহরুখের জন্মদিনে

দিল আশনা হেয় চলচ্চিত্র দিয়ে বলিউডে অভিষেক হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র দিওয়ানা। এবং এই ছবিটি এনে দেয় ফিল্মফেয়ার পুরস্কার। এরপর চমৎকার, রাজু বানগেয়া জেন্টলম্যানের মত মেলো-রোমান্টিক ধারার চলচ্চিত্র পরিচিত এনে দেয়। ১৯৯৩ সালে বাজিগর ও ডর সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন।

তার জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে, দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েনগে, কয়লা, পরদেশ, ইয়েস বস, দিল তো পাগল হেয়, দিল সে, কুছকুছ হোতা হেয়, বাদশাহ, মোহাব্বাতে, কাভি খুশি কাভি গাম, দেবদাস, শক্তির মত চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের কাছে পান বলিউড বাদশাহর খেতাব।

ভারত সরকারের পদ্মশ্রী, ফ্রান্স সরকারের অদ্র দে আর্ত এ দে লেত্র সম্মাননার পাশাপাশি পৃথিবীর পাঁচটি সেরা বিশ্ববিদ্যালয়ের সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন শাহরুখ। তবে পুরস্কার ও সম্মাননার চেয়েও বেশি জিতেছেন দর্শকদের হৃদয়। প্রতিবছর শাহরুখের জন্মদিনে

স্বদেশ, ভিরজারা, ডন, চাক দে ইন্ডিয়া, ওম শান্তি ওম, রা ওয়ান, জাব তাক হেয় জান, চেন্নাই এক্সপ্রেস, ফ্যান, রইস, জিরোর মত জনপ্রিয় সব চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে ১৪ বার পেয়েছেন ফিল্ম ফেয়ার পুরস্কার।

ভারত সরকারের পদ্মশ্রী, ফ্রান্স সরকারের অদ্র দে আর্ত এ দে লেত্র সম্মাননার পাশাপাশি পৃথিবীর পাঁচটি সেরা বিশ্ববিদ্যালয়ের সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন শাহরুখ।

শাহরুখ খান

তবে পুরস্কার ও সম্মাননার চেয়েও বেশি জিতেছেন দর্শকদের হৃদয়। প্রতিবছর শাহরুখের জন্মদিনে দর্শকরা ভীড় জমায় বাড়ির সামনে শুভেচ্ছা জানাতে। তাদের শুভেচ্ছা গ্রহণ করতে শাহরুখ খানও আসেন ভক্তদের মাঝে। এবারো জমকালো বার্থডে পার্টি না করলেও, ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করবেন শাহরুখ খান।

জন্মদিন। আর তাই গতকাল (১ নভেম্বর) রাতেই কিং খানের বাড়ির সামনে ভিড় হাজার হাজার ভক্তের। ইচ্ছা, শাহরুখকে এক নজর দেখবেন এবং চিৎকার করে বলবেন 'উই লাভ শাহরুখ'। সবমিলিয়ে সাগরপাড়ের মায়া-নগরীতে গতকাল রাত থেকেই উৎসবের আমেজে। এদিকে জন্মদিনের দিনেই মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের 'পাঠান' সিনেমার টিজার। চমক হিসেবে আরও রয়েছে, রূপালী পর্দায় ফের দেখা যাবে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। যশ রাজ ফ্লিমের পক্ষ থেকে শাহরুখের জন্মদিনে উপহার এটি।

জন্মদিনের আগের দিন গতকাল (১ নভেম্বর) রাতেই কিং খানের বাড়ির সামনে ভিড় হাজার হাজার ভক্তের। ইচ্ছা, শাহরুখকে এক নজর দেখবেন এবং চিৎকার করে বলবেন ‘উই লাভ শাহরুখ’। সবমিলিয়ে সাগরপাড়ের মায়া-নগরীতে গতকাল রাত থেকেই উৎসবের আমেজে।
শাহরুখের 'পাঠান' সিনেমার টিজার
এদিকে জন্মদিনের দিনেই মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের ‘পাঠান’ সিনেমার টিজার। চমক হিসেবে আরও রয়েছে, রূপালী পর্দায় ফের দেখা যাবে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’।
যশ রাজ ফ্লিমের পক্ষ থেকে শাহরুখের জন্মদিনে উপহার এটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button