আন্তর্জাতিক

পাকিস্তানের হাসপাতালের ছাদে ২ শতাধিক লাশ!

পাকিস্তানের মুলতানের একটি হাসপাতালের ছাদ থেকে প্রায় ২ শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে।  নিশতার মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মর্গের ছাদ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এরমধ্যে পচা-গলা কিছু মরদেহ পাওয়া গেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে এ ঘটনার তদন্তে ছয় সদস্যের এক কমিটি গঠন করেছে পাকিস্তান সরকার। তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে পাক-পঞ্জাবের মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ ইলাহি বলেছেন, মরদেহগুলো ছাদে ফেলে রেখে অমানবিক কাজ করা হয়েছে। এ ঘটনায় দায়ী কর্মীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button