খেলা

যুদ্ধে যেতে চান ইউক্রেনীয় ফুটবলার ভ্যাসিলি ক্রাভেটস

রুশ সেনাদের আক্রমণের ফলে ইউক্রেনের রাজধানী কিয়েভে চলছে যুদ্ধ। এ সময় ইউক্রেনের অনেক ফুটবলার খেলার তাগিতে রয়েছে তাদের দেশের বাইরে। তাদের মধ্যে একজন ভ্যাসিলি ক্রাভেটস।

মস্কোর আগ্রসনের মুখে যখন নিজ দেশ, স্পেনে তখন অনুশীলনে স্পোর্টিং ডি গিজনের ফুটবলার ভ্যাসিলি ক্রাভেটস। তবে তিনি ছুটে যেতে চাইছেন মাতৃভূমিতে। যুদ্ধে অংশ নিতে চান তিনি। [ সূত্র : মার্কা নিউজ ]

রেডিও মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যাসিলি ক্রাভেটস বলেছেন, গুলি চালাতে জানলে যুদ্ধে যেতাম। এখনও অবশ্য দেশকে বাঁচাতে আমি যেতে চাই নিজ দেশে।

ক্রাভেটসের দাবি, সব দোষই পুতিনের।

তিনি বলেছেন, ‘তারা মানুষদের হত্যা করছে, বেসামরিক, হাসপাতাল সব জায়গায়…এটা পুতিনের দোষ। আমি বলব না এটা রাশিয়ার দোষ, সব কিছু পুতিন করছে। আমরা এমন একটা দেশ, যারা শান্তিতে বাঁচতে চায়। কাউকে আক্রমণ করতে চাই না, ভালোভাবে শান্তিতে থাকতে চাই কেবল।’

নিজের যুদ্ধে যাওয়ার ইচ্ছের কথা জানিয়ে ক্রাভেটস বলেন, ‘আমি সত্যিটা বলেছি; যুদ্ধে গিয়ে দেশের মানুষদের সাহায্য করতে চাই। কিন্তু পারছি না কারণ কীভাবে গুলি করতে হয় জানা নেই, জানি না কীভাবে ঘুরতে হয়, বন্দুকে গুলি ঢুকাতে হয়…কিন্তু সত্যিটা হচ্ছে আমি সাহায্য করতে চাই। যদি যাই, আমার দেশকে বাঁচাতে যাবো। এটা হৃদয়ে ধারণ করে এমন সব ইউক্রেনিয়ানদের জন্য বাধ্যতামূলক।’

এখনই দেশ ছেড়ে যাবেন কি না এমন প্রশ্নের জবাবে রেডিও মার্কাকে এই ডিফেন্ডার বলেন, ‘আমাদের সব বিমানবন্দর বন্ধ। যদি আমার দেশ মনে করে সবাইকে দরকার লড়াই করার জন্য, আমি যাবো। ক্লাবের সঙ্গে কথা বলবো এরপর চলে যাবো।’

তিনি আরও বলেন, ‘আমি একদমই ঘুমাতে পারছি না। মা ফোন করে বলেছে, গুলির শব্দ শুনছে। আমি অনুশীলন করছি কিন্তু শুধু দেশের কথাই ভাবছি, আমার আমার স্ত্রী দিনে ১০বার ফোন করে কান্না করে। যদিও তারা ভালো আছে, কিন্তু তবু মৃত্যুকে ভয় পায়।’

‘‘ আমিও আধাঘন্টা পর পর ফোন দিয়ে তাদেরকে সাহস দেই ও উৎসাহ দেই। কিন্তু আমার মনটাও সবসময়ই উদ্বেগ থাকে তাদের জন্য। খুব চিন্তা হয় পরিবারের সবার জন্য।’’

বিশ্বকেও ইউক্রেনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি, ‘কিছু দেশের অস্ত্রসহ ইউক্রেনে ঢুকা উচিত। আমরা শক্তিশালী কিন্তু সাহায্য দরকার আমাদের। আমরা মরতে চাই না, মারতেও চাই না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button